মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৩৬
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৩৬। হযরত সুফিয়ান ইবনে আবু যুহায়র (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, ইয়ামন বিজিত হইবে এবং তথায় (মদীনার) কতক লোক চলিয়া যাইবে এবং সাথে তাহাদের পরিবার ও অনুবর্তীদেরও লইয়া যাইবে, অথচ মদীনা হইতেছে তাহাদের জন্য উত্তম যদি তাহারা বুঝি। এভাবে শাম বিজিত হইবে এবং তথায় কিছু লোক চলিয়া যাইবে এবং তাহাদের পরিবার ও অনুবর্তীদেরও সাথে লইয়া যাইবে, অথচ মদীনা হইতেছে তাহাদের জন্য উত্তম যদি তাহারা বুঝিত। অনুরূপ ইরাক বিজিত হইবে এবং তথায় একদল লোক চলিয়া যাইবে এবং সাথে আপন পরিবার ও অনুবর্তীদেরও লইয়া যাইবে, অথচ মদীনা হইতেছে তাহাদের পক্ষে উত্তম যদি তাহারা বুঝিত। -মোত্তাঃ
وَعَنْ سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يُفْتَحُ الْيَمَنُ فَيَأْتِي قومٌ يبُسُّونَ فيَتَحمَّلونَ بأهليهم وَمن أطاعهم وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَيُفْتَحُ الشَّامُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَيُفْتَحُ الْعِرَاقُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يعلمُونَ»

হাদীসের ব্যাখ্যা:

হুযূরের এই ভবিষ্যদ্বাণী হুবহু পূর্ণ হইয়াছে। এসকল দেশ বিজিত হইয়াছে এবং উহার সুখ-শান্তি দেখিয়া লোক দলে দলে যাইয়া তথায় বসতি স্থাপন করিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৩৬ | মুসলিম বাংলা