মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৩৭
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৩৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি এমন এক বস্তিতে হিজরতের জন্য আদিষ্ট হইলাম যে বস্তি অন্য বস্তিসমূহকে গ্রাস করিবে। লোকে বলে উহাকে ইয়াসরেব আর উহা হইল মদীনা। মদীনা মানুষকে বিশুদ্ধ করে যেভাবে হাপর খাদ ঝাড়িয়া লোহাকে বিশুদ্ধ করে। —মোস্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى. يَقُولُونَ: يَثْرِبَ وَهِيَ الْمَدِينَةُ تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ

হাদীসের ব্যাখ্যা:

(১) হুযুরের আগমনের পূর্বে মদীনাকে 'ইয়াসরেব' বলা হইত, যাহার অর্থ তিরস্কার। হুযূর (ﷺ) ইহার নাম রাখিলেন মদীনা, যাহার অর্থ মহানগরী। দ্বিতীয় নাম 'তাবা', যাহার অর্থ পবিত্র। (২) মদীনার কষ্ট দেখিয়া মন্দ লোক মদীনা ত্যাগ করে এবং ভাল লোক কষ্ট সহ্য করিয়া টিকিয়া থাকে, তাই মদীনা হাপরস্বরূপ হইল ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৩৭ | মুসলিম বাংলা