মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭৩৫
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৩৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) মদীনা সম্পর্কে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্বপ্ন বর্ণনা করিতে যাইয়া বলেন, নবী করীম (ছাঃ) বলিয়াছেন : আমি দেখিলাম একটি এলোমেলোকেশী কালো স্ত্রীলোক মদীনা হইতে বাহির হইয়া গেল এবং মাহইয়াআতে যাইয়া পৌঁছিল। আমি ইহার তা'বীর করিলাম, মদীনার মহামারী মাহইয়াআয় স্থানান্তরিত হইল। রাবী বলেন, মাহইয়াআ হইল জুহফা। বুখারী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي رُؤْيَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَدِينَةِ: رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ حَتَّى نَزَلَتْ مَهْيَعَةَ فَتَأَوَّلْتُهَا: أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إِلَى مَهْيَعَةَ وَهِيَ الْجُحْفَةُ . رَوَاهُ البُخَارِيّ
