মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭২৪
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কার প্রতি লক্ষ্য করিয়া বলিলেনঃ কি উত্তম শহর তুমি! তোমায় আমি কত ভালবাসি; যদি আমার কওম আমাকে তোমা হইতে বিতাড়িত না করিত, তবে আমি কখনও তোমায় ছাড়া অন্য কোথাও বসবাস করিতাম না। – তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, হাদীসটি হাসান সহীহ তবে সনদের দিক হইতে গরীব।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَّةَ: «مَا أَطْيَبَكِ مِنْ بَلَدٍ وَأَحَبَّكِ إِلَيَّ وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا سَكَنْتُ غَيْرَكِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيب إِسْنَادًا
