মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭২৫
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আদী ইবনে হামরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখিয়াছি, তিনি খাযওয়ারায় দাঁড়াইয়া বলিতেছেনঃ হে মক্কা—আল্লাহর কসম——তুমি হইতেছ আল্লাহ্র শ্রেষ্ঠতম যমীন এবং আল্লাহর যমীনের প্রিয়তর যমীন আল্লাহর নিকট। যদি আমি তোমা হইতে বাহির করা না হইতাম, কখনও বাহির হইতাম না। —তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الْحَزْوَرَةِ فَقَالَ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ وَأَحَبُّ اللَّهِ إِلَى اللَّهِ وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خرجْتُ» . رَوَاهُ الترمذيُّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

(১) এই দুই হাদীস হইতে বুঝা যায় যে, মক্কা শরীফ মদীনা শরীফ হইতে শ্রেষ্ঠ। হযরত ইমাম মালেক ব্যতীত সকল ইমাম ও আলেমের এই মত, তবে মদীনার যে মাটিসমষ্টি হুযুরের শরীর মোবারককে জড়াইয়া আছে তাহা যে মক্কা হইতে শ্রেষ্ঠ সে সম্পর্কে সকল ইমাম ও আলেমই একমত। (২) যাহারা অত্যন্ত সংযমশীল নহে এবং যাহাদের পক্ষে গোনাহে পতিত হওয়ার আশঙ্কা রহিয়াছে অথবা মক্কা-মদীনার আদব রক্ষা করিয়া চলিতে পারিবে বলিয়া পূর্ণ ভরসা রাখে না, তাহাদের পক্ষে মক্কা শরীফে বা মদীনা শরীফে অবস্থান করিতে যাওয়া ঠিক নহে। ইমাম আবু হানীফা ও মালেকের মতে ইহা মাকরূহ। কেননা, মক্কা-মদীনায় নেক কাজের সওয়াব যেমন বেশী বদ কাজের পাপও তেমন অধিক। মোল্লা আলী কারী (মৃতঃ ১০১৪ হিঃ) বলেন, আমাদের যুগের অবস্থা দেখিলে পূর্বের লোকেরা ইহাকে নিশ্চয় হারাম বলিতেন। (মেরকাত)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭২৫ | মুসলিম বাংলা