মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭২৩
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৩। হযরত ইয়া'লা ইবনে উমাইয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হেরেমে মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে খাদ্যশস্য ধরিয়া রাখা হইল এলহাদ। —আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَن يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «احْتِكَارُ الطَّعَامِ فِي الْحَرَمِ إِلْحَادٌ فِيهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

'মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে'—মূলে 'এহতেকার' শব্দ রহিয়াছে। এহতেকার সর্বস্থানেই হারাম, কিন্তু মক্কার হেরেমে ইহা গুরুতররূপে হারাম। 'এলহাদ' অর্থ সত্য হইতে সরিয়া যাওয়া, ধর্মবিমুখতা, মক্কার হেরেমে হারাম বা নিষিদ্ধ কাজ করা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭২৩ | মুসলিম বাংলা