মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭১৪
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭১৪। হযরত আব্দুর রহমান ইবনে ইয়া'মার দু'লী (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, আরাফাই হজ্জ। যে মুযদালিফার রাতে (নয় তারিখ শেষ রাতে) উষা উদয়ের পূর্বে আরাফাতে পৌঁছিতে পারিয়াছে সে হজ্জ পাইয়াছে। মিনায় অবস্থানের দিন হইল তিন দিন। যে দুই দিনে তাড়াতাড়ি করিয়া প্রস্থান করিল তাহার গোনাহ হইল না, আর যে (তিন দিন পর্যন্ত) গৌণ করিল তাহারও গোনাহ হইল না। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান সহীহ।
وَعَن عبدِ الرَّحمنِ بنِ يَعمُرَ الدَّيْلي قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْحَجُّ عَرَفَةُ مَنْ أَدْرَكَ عَرَفَةَ لَيْلَةَ جَمْعٍ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَقَدْ أَدْرَكَ الْحَجَّ أيَّامُ مِنىً ثلاثةَ أيَّامٍ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

هَذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّالِثِ

হাদীসের ব্যাখ্যা:

‘তিন দিন’—অর্থাৎ, ১১, ১২ ও ১৩ যিলহজ্জ। ইহাকে আইয়ামে তাশরীক বলে। দুই দিন পর প্রস্থান জায়েয আর তিন দিন পর্যন্ত থাকা সুন্নত। কোরআনে রহিয়াছে, “কতক নির্দিষ্ট দিনে আল্লাহর স্মরণ কর। যে তাড়াতাড়ি করিয়া দুই দিনে সারিল তাহার কোন গোনাহ হইল না, আর যে তিন দিন পর্যন্ত অপেক্ষা করিল তাহারও কোন গোনাহ হইল না।” (সূরা বাকারা, আয়াত ২০৩) হুযুর তিন দিনই ছিলেন।

[এ অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ নাই।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭১৪ | মুসলিম বাংলা