মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭১৩
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭১৩। হযরত হাজ্জাজ ইবনে আমর আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যাহার পা ভাঙ্গিয়া গিয়াছে অথবা খোঁড়া হইয়া গিয়াছে সে হালাল হইয়া গিয়াছে। তাহার আগামী বৎসর হজ্জ করিতে হইবে। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী। কিন্তু আবু দাউদ অপর এক বর্ণনায় অধিক বলিয়াছেন, হুযূর বলিয়াছেন, “অথবা রোগাক্রান্ত হইয়াছে।” তিরমিযী বলেন, হাদীসটি হাসান, কিন্তু বাগাবী মাসাবীহতে বলেন, ইহা যয়ীফ।
وَعَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو الْأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من كُسِرَ أَوْ عَرِجَ فَقَدْ حَلَّ وَعَلَيْهِ الْحَجُّ من قَابل» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دواد وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَزَادَ أَبُو دَاوُدَ فِي رِوَايَةٍ أُخْرَى: «أَوْ مَرِضَ» . وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن. وَفِي المصابيح: ضَعِيف

হাদীসের ব্যাখ্যা:

(১) মোহাদ্দেস তূরপেশতী বলেন, “বাগাবীর ইহাকে যয়ীফ বলা ঠিক নহে। কেননা, অন্য সূত্রে ইহার সমর্থন পাওয়া যায়।" শরহে মাআনীয়িল আসারে বর্ণিত হযরত ইবনে মাসউদের কথাতেও ইহার সমর্থন রহিয়াছে। (২) “সে হালাল হইয়াছে' – অর্থাৎ, হালাল হইবার অধিকার জন্মিয়াছে। ইহাতে বুঝা গেল যে, রোগের বাধাও একটি বাধা। ইমাম আ'যম ইহাই বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭১৩ | মুসলিম বাংলা