মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭১২
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭১২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার সাহাবীগণকে নির্দেশ দিয়াছিলেন, হুদায়বিয়ার বৎসর তাঁহারা যে পশু কোরবানী করিয়াছিলেন, (পরবর্তী বৎসরের) কাযা উমরায় উহার পরিবর্তে অন্য পশু কোরবানী করিতে। —আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَصْحَابَهُ أَنْ يُبَدِّلُوا الْهَدْيَ الَّذِي نَحَرُوا عَامَ الْحُدَيْبِيَةِ فِي عُمْرَةِ الْقَضَاءِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِيهِ قِصَّةٌ وَفِي سَنَدِهِ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ

হাদীসের ব্যাখ্যা:

হুদায়বিয়ার কতক অংশ হেরেমের অন্তর্গত। বাকী সবটা হিল। হুযূর (ﷺ) এবং কোন কোন সাহাবী হেরেম অংশেই তাঁহাদের পশু জবাই করিয়াছিলেন। আর কেহ কেহ অপর অংশে। যাঁহারা অপর অংশে করিয়াছিলেন কেবল তাহাদিগকেই কোরবানী দোহরাইতে বলা হইয়াছে। ইহাতে বুঝা গেল যে, হজ্জ ও উমরাকারীদের পশু হেরেমের সীমার মধ্যে জবাই করা ওয়াজিব। বাহিরে করিলে পুনঃ করিতে হইবে। ইমাম আ'যমের ইহাই মত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭১২ | মুসলিম বাংলা