মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭১১
১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭১১। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আপন চাচাত বোন) যুবাআ বিনতে যুবায়রের নিকট গেলেন এবং বলিলেন : সম্ভবতঃ তুমি হজ্জের ইচ্ছা রাখ? তিনি বলিলেন, (হ্যাঁ, কিন্তু) আল্লাহর কসম, আমি তো কখনও নিজেকে নিরোগী পাই না। তখন হুযুর (ছা:) তাহাকে বলিলেন, হজ্জের নিয়ত কর এবং শর্ত করিয়া বল যে, হে আল্লাহ্। যেখানে তুমি আমাকে আব্দ্ধ করিবে সেখানেই আমি হালাল হইয়া যাইব। —মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ. قَالَتْ: دَخَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ فَقَالَ لَهَا: «لَعَلَّكِ أَرَدْتِ الْحَجَّ؟» قَالَتْ: وَاللَّهِ مَا أَجِدُنِي إِلَّا وَجِعَةً. فَقَالَ لَهَا: حُجِّي وَاشْتَرِطِي وَقُولِي: اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حبستني
