মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭১০
- হজ্জ্বের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭১০। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যথেষ্ট নহে? (তিনি বলিয়াছেন,) যখন তোমাদের কাহাকেও হা হইতে (অর্থাৎ, আরাফাতে অবস্থান হইতে) আব্দ্ধ রাখা হইবে, সে বায়তুল্লাহর তওয়াফ ও সাফা মারওয়ার সায়ী করিবে, অতঃপর প্রত্যেক ব্যাপারে হালাল হইয়া যাইবে, যাবৎ না আগামী বৎসর হজ্জ করে। (সায়ীর পর) সে কোরবানীর পশু জবাই করিবে অথবা রোযা রাখিবে যদি কোরবানীর পশু না পায়। -বুখারী
كتاب المناسك
وَعَن ابنِ عمَرَ أَنَّهُ قَالَ: أَلَيْسَ حَسْبُكُمْ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ إِنْ حُبِسَ أَحَدُكُمْ عَنِ الْحَجِّ طَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ حَتَّى يَحُجَّ عَامًا قَابِلًا فَيَهْدِيَ أَوْ يَصُومَ إِنْ لَمْ يَجِدْ هَديا. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আরাফাতে যাইয়া হজ্জ করিতে বাধাপ্রাপ্ত হইলে সে তওয়াফ ও সায়ী করিয়া উহাকে উমরার রূপ দান করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭১০ | মুসলিম বাংলা