মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭০৯
১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭০৯। হযরত মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করিয়াছেন মাথা মুড়ানের পূর্বে এবং তাহার সহচরগণকে ইহার নির্দেশ দিয়াছেন। -বুখারী
وَعَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ. رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
কোরআনে রহিয়াছেঃ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ “এবং তোমরা মাথা মুড়াইবে না, যাবৎ না পশু তাহার স্থানে পৌঁছে।" (সূরা বাকারা, আয়াত ১৯৬)
