মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭০৮
১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭০৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করিতে বাহির হইলাম আর কুরাইশের কাফেরগণ আসিয়া (হুদায়বিয়াতে) তাহার ও বায়তুল্লাহর মধ্যে বাধাস্বরূপ হইয়া দাড়াইল, সুতরাং নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় আপন কোরবানীর পশুসমূহ জবাই করিলেন ও মাথা মুড়াইলেন আর তাঁহার সহচরগণ মাথা ছাঁটাইলেন। -বুখারী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَالَ كَفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ فَنَحَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدَايَاهُ وَحَلَقَ وَقَصَّرَ أَصْحَابه. رَوَاهُ البُخَارِيّ
