মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭০৬
১২. তৃতীয় অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৭০৬। (সাহাবী) হযরত আব্দুর রহমান ইবনে ওসমান তাইমী (রাঃ) বলেন, একবার আমরা (আমার চাচা) তালহা ইবনে ওবায়দুল্লাহর সাথে ছিলাম এবং সকলেই মুহরিম ছিলাম। এ সময় তাঁহাকে পক্ষী হাদিয়া দেওয়া হইল আর তখন তিনি ছিলেন ঘুমে। আমাদের মধ্যে কেহ উহার মাংস খাইলেন আর কেহ উহা হইতে পরহেয করিলেন। যখন তিনি জাগিলেন তাহাদেরই অনুকূলে গেলেন যাহারা উহা খাইয়াছিলেন এবং বলিলেন, আমরা উহা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে খাইয়াছি। —মুসলিম
الْفَصْل الثَّالِث
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ قَالَ: كنَّا مَعَ طَلحةَ بنِ عُبيدِ اللَّهِ وَنَحْنُ حُرُمٌ فَأُهْدِيَ لَهُ طَيْرٌ وَطَلْحَةُ رَاقِدٌ فَمِنَّا مَنْ أَكَلَ وَمِنَّا مَنْ تَوَرَّعَ فَلَمَّا اسْتَيْقَظَ طَلْحَةُ وَافَقَ مَنْ أَكَلَهُ قَالَ: فَأَكَلْنَاهُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭০৬ | মুসলিম বাংলা