মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭০৫
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৭০৫। হযরত খুযাইমা ইবনে জাযী (রাঃ) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম যাবু' খাওয়া সম্পর্কে। তিনি বলিলেন, কেহ কি যাবু' খায়? অতঃপর জিজ্ঞাসা করিলাম, নেকড়ে খাওয়া সম্পর্কে। তিনি বলিলেন, নেকড়ে কি কেহ খায় যাহাতে ভালাই রহিয়াছে ? —হাদীসটি তিরমিযী বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন ইহার সনদ সবল নহে ।
وَعَن خُزَيمةَ بنَ جَزَيّ قَالَ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الضَّبُعِ. قَالَ: أَوَ يَأْكُلُ الضَّبُعَ أَحَدٌ؟ . وَسَأَلْتُهُ عَنْ أَكْلِ الذِّئْبِ. قَالَ: «أوَ يَأَكلُ الذِّئْبَ أَحَدٌ فِيهِ خَيْرٌ؟» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: لَيْسَ إِسْنَاده بِالْقَوِيّ
