মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭০৪
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৭০৪। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, আমি একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে যাবু সম্পর্কে জিজ্ঞাসা করিলাম, (উহা কি শিকার জাতীয় ?) তিনি বলিলেন, উহা শিকার। অতএব, মুহরিম যখন উহা শিকার করিবে উহার কাফফারাতে একটি দুম্বা দিবে। —আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْ جَابِرٍ قَالَ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الضَّبُعِ؟ قَالَ: «هُوَ صَيْدٌ وَيُجْعَلُ فِيهِ كَبْشًا إِذَا أَصَابَهُ الْمُحْرِمُ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭০৪ | মুসলিম বাংলা