মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭০৩
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৭০৩। (তাবেয়ী) আব্দুর রহমান ইবনে আবু আম্মার বলেন, আমি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (আনসারীকে) জিজ্ঞাসা করিলাম যাবু' সম্পর্কে, উহা কি শিকার? তিনি বলিলেন, হ্যাঁ। আমি জিজ্ঞাসা করিলাম, তবে কি উহা খাওয়া যায়? তিনি বলিলেন, হ্যাঁ। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি উহা রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে শুনিয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ। —তিরমিযী, নাসায়ী ও শাফেয়ী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান সহীহ।
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِيِ عَمَّارٍ قَالَ: سَأَلت جابرَ بنَ عبدِ اللَّهِ عَنِ الضَّبُعِ أَصَيْدٌ هِيَ؟ فَقَالَ: نَعَمْ فَقُلْتُ: أَيُؤْكَلُ؟ فَقَالَ: نَعَمْ فَقُلْتُ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَالشَّافِعِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حديثٌ حسنٌ صَحِيح
হাদীসের ব্যাখ্যা:
'যাবু' হিংস্র দাঁতওয়ালা জন্তুবিশেষ ইহা হালাল জন্তু কিনা এ সম্পর্কে হাদীস বিভিন্ন। এ কারণে এ ব্যাপারে ইমামগণের মতও বিভিন্ন—ইমাম শাফেয়ী ও আহমদের মতে ইহা হালাল। অতএব, মুহরিম ইহা শিকার করিলে 'দম' দিতে হইবে। হযরত আবদুর রহমানের প্রশ্নও এ বিষয়েই। পক্ষান্তরে ইমাম আ'যমের মতে ইহার গোশত মাকরূহে তাহরিমী। ইহা হিংস্র। সুতরাং ইহার হত্যায় কাফফারা বা দম লাগিবে না।
