মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৯৮
১২. প্রথম অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৬৯৮। হযরত ইবনে ওমর (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে এই পাচ প্রাণী হত্যা করিয়াছে হরমে অথবা এহরামে, তাহার কোন গোনাহ্ হইবে না, ইঁদুর, কাক, চিল, বিচ্ছু ও হিংস্র কুকুর। —মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَمْسٌ لَا جُنَاحَ عَلَى من قتلَهُنّ فِي الْحل وَالْإِحْرَامِ: الْفَأْرَةُ وَالْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْكَلْبُ الْعَقُورُ

হাদীসের ব্যাখ্যা:

অন্য হিংস্র পশু বা বিষাক্ত প্রাণীরও একই হুকুম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৯৮ | মুসলিম বাংলা