মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৯৯
১২. প্রথম অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৬৯৯। হযরত আয়েশা (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন। পাঁচটি অনিষ্টকারী জীব হত্যা করা যাইতে পারে হিল ও হরম যে কোনখানে। সাপ, সাদা কালো কাক, ইঁদুর, হিংস্র কুকুর ও চিল। মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْحَيَّةُ وَالْغُرَابُ الْأَبْقَعُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحُدَيَّا
হাদীসের ব্যাখ্যা:
(১) মক্কা শরীফের চারিদিকের এক নির্দিষ্ট স্থানকে হরম বলে, যাহাতে প্রাণী হত্যা করা নিষেধ আর বাকী স্থানকে হিল বলে। (২) এ সকল প্রাণী মুহরিমও হত্যা করিতে পারে।
