মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৯২
১১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৯২। (তাবেয়ী) নাফে' হইতে বর্ণিত আছে যে, একবার হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) শীত অনুভব করিলেন এবং বলিলেন, নাফে' আমার গায়ের উপর একটি কাপড় দাও! নাফে বলেন, আমি তাঁহার গায়ের উপর একটি ওভারকোট রাখিয়া দিলাম। তখন তিনি বলিলেন, আমার গায়ে ইহা দিলে, অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) মুহরিমকে ইহা পরিতে নিষেধ করিয়াছেন। – আবু দাউদ
الْفَصْل الثَّالِث
عَنْ نَافِعٍ

أَنَّ ابْنَ عُمَرَ وَجَدَ الْقُرَّ فَقَالَ: ألق عَليّ ثوبا نَافِعُ فَأَلْقَيْتُ عَلَيْهِ بُرْنُسًا فَقَالَ: تُلْقِي عَلَيَّ هَذَا وَقَدْ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَهُ الْمُحْرِمُ؟ . رَوَاهُ أَبُو دَاوُد؟

হাদীসের ব্যাখ্যা:

তাঁহার মতে সম্ভবতঃ সিলাই করা বস্ত্র যে কোনরূপে ব্যবহার করাই বিধেয় নহে, অথচ উহা নিয়মিত পদ্ধতির ব্যতিক্রমে ব্যবহার করিলে দোষ হয় না। যেমন, কোর্তা গায়ের উপর ঢালিয়া রাখা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান