মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৯৩
১১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৯৩। হযরত আব্দুল্লাহ্—মালেক ও বুহাইনার পুত্র—বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এহরাম অবস্থায় মক্কা-মদীনার পথে লুহা-জামাল নামক স্থানে আপন মাথার মধ্যখানে শিঙ্গা লইয়াছিলেন। —মোত্তাঃ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ بن بُحَيْنَةَ قَالَ: احْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ بِلَحْيِ جَمَلٍ مِنْ طريقِ مكةَ فِي وسط رَأسه
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ ওযরের কারণেই হুযূর ইহা করিয়াছিলেন। অন্যথায় শরীরের কোন কেশ নষ্ট হয় মত স্থানে শিঙ্গা লওয়া তাঁহার নিষেধ।
