মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৯১
- হজ্জ্বের অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৯১। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) এহরাম অবস্থায় অ-খোশবুদার তৈল ব্যবহার করিতেন। —তিরমিযী
كتاب المناسك
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدَّهِنُ بالزيت وَهُوَ محرمٌ غيرَ المقنّتِ يَعني غيرَ المطيَّبِ. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

মুহরিম খোশবুদার তৈল ব্যবহার করিলে দম দিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান