মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৭৬
পরিচ্ছেদঃ ১০. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৭৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) তওয়াফে ইফাযার জন্য (মক্কায়) রওয়ানা হইলেন, শেষ বেলায় যখন যোহরের নামায পড়িলেন, অতঃপর মিনায় ফিরিয়া আসিলেন এবং আইয়ামে তাশরীকের দিনসমূহ মিনায় অবস্থান করিলেন। এ সময় তিনি জামরায় কাঁকর মারিতেন যখন সূর্য ঢলিত এবং প্রত্যেক জামরায় সাতটি করিয়া কাঁকর মারিতেন, আর প্রত্যেক কাঁকরের সাথে আল্লাহু আকবর বলিতেন। তিনি প্রথম ও দ্বিতীয় জামরার নিকট দীর্ঘ সময় দাড়াইয়া অপেক্ষা করিতেন এবং আল্লাহর নিকট মিনতি করিতেন। কিন্তু তৃতীয়টিতে মারিয়া উহার নিকট অপেক্ষা করিতেন না। – আবু দাউদ
হাদীসের ব্যাখ্যাঃ
‘শেষ বেলায় যোহরের নামায পড়িয়া’—ইহা অন্যান্য সহীহ হাদীসের বিপরীত। সে দিন সকালে যোহরের আগেই তওয়াফ শেষ করিয়াছিলেন বলিয়া অন্যান্য হাদীসে উল্লেখ রহিয়াছে। সুতরাং ইহা প্রথম দিন ছাড়া অন্য কোন দিনের কথাই হইবে।

তাহকীক:
তাহকীক চলমান