মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৭৭
পরিচ্ছেদঃ ১০. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৭৭। হযরত আবুল বাদ্দাহ ইবনে আসেম ইবনে আদী তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) উট চারকদিগকে অনুমতি দিয়াছিলেন মিনায় রাত্রি যাপন না করিতে এবং কোরবানীর তারিখে (জামরাতুল আকাবায়) ঠিকমত কাঁকর মারিয়া তৎপর দুই দিনের কাঁকর একত্র করিয়া দুই দিনের কাঁকর একদিনে মারিতে। — মালেক, তিরমিযী ও নাসায়ী। আর তিরমিযী বলেন হাদীসটি সহীহ।
হাদীসের ব্যাখ্যাঃ
রাত্রি মিনায় থাকিলে উট চারণে অসুবিধা হয় বলিয়াই হুযূর (ﷺ) তাহাদিগকে এই সুযোগ দিয়াছিলেন।

তাহকীক:
তাহকীক চলমান