মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৭৫
- হজ্জ্বের অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৭৫। কিন্তু আহমদ ও নাসায়ী হযরত ইবনে আব্বাস হইতে সহীহ সনদে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেন, যখন কেহ জামরাতুল আকাবায় কাঁকর মারিল, তাহার জন্য সকল জিনিস হালাল হইয়া গেল স্ত্রী-সহবাস ব্যতীত।
كتاب المناسك
وَفِي رِوَايَةِ أَحْمَدَ وَالنَّسَائِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «إِذَا رَمَى الْجَمْرَةَ فَقَدْ حَلَّ لَهُ كلُّ شيءٍ إِلا النساءَ»

হাদীসের ব্যাখ্যা:

অন্য বর্ণনায় মাথা মুড়ানোর কথাও রহিয়াছে। রাবী এখানে সংক্ষেপ করিয়াছেন। অতএব, হানাফী মাযহাব মতে মাথা মুড়ানোর পূর্বে হালাল হইবে না ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৭৫ | মুসলিম বাংলা