মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৭৪
- হজ্জ্বের অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৭৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ (দশ তারিখে) জামরাতুল আকাবায় কাঁকর মারা শেষ করিবে, তাহার জন্য সকল জিনিস হালাল হইয়া যাইবে স্ত্রী-সহবাস ব্যতীত। বাগাবী ইহা শরহে সুন্নায় রেওয়ায়ত করিয়াছেন এবং বলিয়াছেন যে, ইহার সনদ যঈফ,
كتاب المناسك
وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَمَى أَحَدُكُمْ جَمْرَةَ الْعَقَبَةِ فَقَدْ حَلَّ لَهُ كُلُّ شَيْءٍ إِلَّا النِّسَاءَ» . رَوَاهُ فِي شرح السّنة وَقَالَ: إِسْنَاده ضَعِيف