মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৬৫
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬৫। (তাবেয়ী) আব্দুল আযীয ইবনে রুফাই বলেন, আমি হযরত আনাস ইবনে মালেক (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম—বলিলাম, এ সম্পর্কে আপনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যাহা জানিয়াছেন তাহা আমাকে বলুন তিনি ৮ই তারিখে যোহরের নামায় কোথায় পড়িয়াছেন? আনাস বলিলেন, মিনায়। অতঃপর জিজ্ঞাসা করিলাম, (মদীনায়) রওয়ানা হইবার দিন (১৩ তারিখ) আসর কোথায় পড়িয়াছিলেন? তিনি বলিলেন, আবতাহে। অতঃপর হযরত আনাস বলিলেন, কিন্তু তোমরা তোমাদের আমীর বা নেতাগণ যেরূপ করেন সেরূপ করিবে। মোত্তাঃ
وَعَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ: سألتُ أنسَ بنَ مالكٍ. قُلْتُ: أَخْبِرْنِي بِشَيْءٍ عَقَلْتَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيْنَ صَلَّى الظُّهْرَ يومَ الترويةِ؟ قَالَ: بمنى. قلت: فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ؟ قَالَ: بِالْأَبْطَحِ. ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ

হাদীসের ব্যাখ্যা:

‘তোমাদের আমীরদের ন্যায় করিবে'—অর্থাৎ, তাঁহারা যদি কোন কারণে মুহাসাব বা আবতাহে অবস্থান না করেন, তোমরাও করিও না, যাহাতে শৃংখলা বজায় থাকে ও বিশৃংখলার সৃষ্টি না হয়
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৬৫ | মুসলিম বাংলা