মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৬৪
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাসাবে যোহর, আছর, মাগরিব ও এশার নামায পড়িলেন। অতঃপর সামান্য ঘুমাইলেন, তৎপর সওয়ারীতে বায়তুল্লাহর দিকে রওয়ানা হইলেন এবং উহার (বিদায়ী) তওয়াফ করিলেন। বুখারী
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعَشَاءَ ثُمَّ رَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ. رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

'মুহাসসাব'—মিনা ও মক্কার মধ্যখানে একটি জায়গা। ইহার মক্কার দিকের সীমা হইল আবতাহ বা বুতহার সাথে লাগা, আর আবতাহ হইল মক্কার উপকণ্ঠেই। মুহাসসাবের অপর নাম 'খায়ফে বনী কানানা।'
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৬৪ | মুসলিম বাংলা