মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৬৩
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬৩। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করান বিভাগে আসিয়া পানি চাহিলেন। আমার পিতা আব্বাস (রাঃ) আমার ভাইকে বলিলেন, ফযল। তোমার মায়ের নিকট যাইয়া তাহার নিকট হইতে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পানি আনিয়া দাও! হুযুর বলিলেন: আমাকে এখান হইতে পান করান। তখন আমার পিতা বলিলেন, ইয়া রাসুলাল্লাহ্। ইহাতে লোকে হাত দেয়। হুযুর বলিলেন, তবুও আমাকে এখান হইতেই পিলান। অতঃপর তিনি উহা হইতেই পান করিলেন। তৎপর তিনি যমযমের দিকে গেলেন, তখন তাহারা পানি পান করাইতেছিলেন এবং উহাতে (যমযম হইতে পানি তোলার) মেহনত করিতেছিলেন। তখন তিনি বলিলেন, কাজ করিতে থাক। তোমরা নেক কাজে আছ। তৎপর বলিলেন, (আমার দেখাদেখি ) যদি লোক তোমাদিগকে পরাস্ত করার আশংকা না থাকিত, আমি সওয়ারী হইতে নামিয়া উহাতে রশি লইতাম। রাবী বলেন, “উহা বলিতে হুযূর আপন কাঁধের দিকেই ইশারা করিলেন। -বুখারী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى السِّقَايَةِ فَاسْتَسْقَى. فَقَالَ الْعَبَّاسُ: يَا فَضْلُ اذْهَبْ إِلَى أُمِّكَ فَأْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَابٍ مِنْ عِنْدِهَا فَقَالَ: «اسْقِنِي» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ قَالَ: «اسْقِنِي» . فَشرب مِنْهُ ثُمَّ أَتَى زَمْزَمَ وَهُمْ يَسْقُونَ وَيَعْمَلُونَ فِيهَا. فَقَالَ: «اعْمَلُوا فَإِنَّكُمْ عَلَى عَمَلٍ صَالِحٍ» . ثُمَّ قَالَ: «لَوْلَا أَنْ تُغْلَبُوا لَنَزَلْتُ حَتَّى أَضَعَ الْحَبْلَ عَلَى هَذِهِ» . وَأَشَارَ إِلَى عَاتِقِهِ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
সাধারণ স্থান হইতে সাধারণের সাথে পান করা হুযুরের তাওয়ায়ু' বা বিনয়েরই পরিচায়ক। ইহাতে একথাও বুঝা গেল যে, পাক হাত পানিতে লাগিলে পানি নাপাক হয় না।
