মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৬২
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লোকদের পানি পিলানের দায়িত্ব পালনের উদ্দেশ্যে মিনার রাত্রিগুলি মক্কায় যাপনের জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাহিলেন এবং তিনি তাঁহাকে উহার অনুমতি দিলেন। মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: اسْتَأْذَنَ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيتَ بِمَكَّةَ لَيَالِيَ منى من أجلِ سِقايتِهِ فَأذن لَهُ

হাদীসের ব্যাখ্যা:

(১) কুরাইশের বিভিন্ন শাখা হাজীদের খেদমতে বিভিন্ন দায়িত্ব পালন করিত। বনী হাশেম যমযম কূপ হইতে হাজীদের পানি পান করানোর দায়িত্ব পালন করিত, আর এ সময় এ দায়িত্ব অর্পিত ছিল হযরত আব্বাসের উপর। তাই তিনি এই অনুমতি চাহিলেন। (২) আইয়ামে তাশরীক মিনায় কাটান জমহুর ওলামার নিকট ওয়াজিব এবং ইমাম আ'যমের নিকট সুন্নত। এখানে ওযরের কারণে হযরত আব্বাসকে উহার বরখেলাফ করার অনুমতি দেওয়া হইল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৬২ | মুসলিম বাংলা