মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৬১
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬১। হযরত সালেম (তাহার পিতা হযরত আব্দুল্লাহ্) ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণনা করেন যে, তিনি প্রথম জামরায় সাতটি কাঁকর মারিতেন এবং প্রত্যেক কাকরের পর আল্লাহু আকবর বলিতেন। অতঃপর কিছু আগে বাড়িয়া নরম মাটিতে যাইতেন এবং তথায় কেবলার দিকে ফিরিয়া দীর্ঘক্ষণ হাত তুলিয়া দোআ করিতেন, তৎপর 'জামরায়ে উসতায় আসিয়া সাতটি কঙ্কর মারিতেন এবং প্রত্যেক কঙ্করের সাথে আল্লাহু আকবর বলিতেন, তৎপর বাম দিকে আগাইয়া যাইতেন আর নরম মাটিতে পৌঁছিয়া কেবলার দিক হইয়া দীর্ঘক্ষণ হাত উঠাইয়া দো'আ করিতেন। তৎপর 'জামরাতুল আকাবা'য় যাইয়া খালি যমীনের দিক হইতে সাতটি কাকর মারিতেন এবং প্রত্যেক কাকরের সাথে আল্লাহু আকবর বলিতেন, কিন্তু উহার নিকট দাঁড়াইতেন না; বরং আপন গন্তব্যস্থলের দিকে রওয়ানা হইতেন এবং বলিতেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ করিতে দেখিয়াছি। -বুখারী
وَعَن سالمٍ عَن ابنِ عمر: أَنَّهُ كَانَ يَرْمِي جَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكبِّرُ على إِثْرَ كُلِّ حَصَاةٍ ثُمَّ يَتَقَدَّمُ حَتَّى يُسْهِلَ فَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ طَوِيلًا وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ ثُمَّ يَرْمِي الْوُسْطَى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ ثُمَّ يَأْخُذُ بِذَاتِ الشِّمَالِ فَيُسْهِلُ وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ ثُمَّ يَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ وَيَقُومُ طَوِيلًا ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ عِنْدَ كُلِّ حَصَاةٍ وَلَا يَقِفُ عِنْدَهَا ثُمَّ يَنْصَرِفُ فَيَقُولُ: هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَله. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
কাঁকর মারিতে প্রথমে উলায়, তৎপর উসতায়, অতঃপর আকাবায়—এই তরতীব বা ক্রম অনুসারে মারা সুন্নত। জামরাতুল আকাবার এক দিকের যমীন কিছু নীচু বা খালি।
