মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৬৬
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, আবতাহে অবতরণ করা সুন্নত নহে। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাতে এ জন্যই অবতরণ করিয়াছিলেন যে, উহা তাঁহার (মদীনা) রওয়ানা হওয়ার পক্ষে সুবিধাজনক ছিল—যখন তিনি রওয়ানা হন। মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: نُزُولُ الْأَبْطَحِ لَيْسَ بِسُنَّةٍ إِنَّمَا نَزَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَنَّهُ كَانَ أسمح لِخُرُوجِهِ إِذا خرج

হাদীসের ব্যাখ্যা:

মিনা হইতে মক্কা রওয়ানা হওয়ার পথে মুহাসসাবে অবতরণ ও অবস্থান সুন্নত কিনা এ ব্যাপারে সাহাবীগণের মধ্যে মতভেদ দৃষ্ট হয়। হযরত আয়েশা ও ইবনে আব্বাস (রাঃ)-এর মতে ইহা সুন্নত নহে। অপর দিকে খোলাফায়ে রাশেদীনের মতে ইহা সুন্নত, তাঁহারা তথায় অবতরণ করিয়াছেন। অপর সহীহ্ হাদীসে আছে, হুযূর (ﷺ) ইচ্ছা করিয়াই তথায় অবতরণ করিয়াছিলেন। সুতরাং হযরত আয়েশার ‘সুন্নত নহে' কথার অর্থ হইবে, সুন্নতে মুআক্কাদা নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৬৬ | মুসলিম বাংলা