মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৫০
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৫০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় পৌঁছিয়া প্রথমে জামরাতে গেলেন এবং উহাতে কাঁকর মারিলেন, অতঃপর মিনায় অবস্থিত তাঁহার ডেরায় গেলেন এবং কোরবানীর পশুসমূহ যবেহ করিলেন, তৎপর নাপিত ডাকাইলেন এবং তাহাকে আপন মাথার ডান দিক বাড়াইয়া দিলেন। সে উহা মুড়াইল। তিনি আবু তালহা আনসারীকে ডাকাইয়া কেশগুচ্ছ দিলেন। অতঃপর নাপিতকে মাথার বাম দিক বাড়াইয়া দিয়া বলিলেন, মুড়াও সে মুড়াইল, আর তিনি উহা সেই আবু তালহাকে দিয়া বলিলেন যাও, মানুষের মধ্যে বণ্টন করিয়া দাও ! মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مِنًى فَأَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا ثُمَّ أَتَى مَنْزِلَهُ بِمِنًى وَنَحَرَ نُسُكَهُ ثُمَّ دَعَا بِالْحَلَّاقِ وَنَاوَلَ الْحَالِقَ شِقَّهُ الْأَيْمَنَ ثُمَّ دَعَا أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ فَأَعْطَاهُ إِيَّاهُ ثُمَّ نَاوَلَ الشِّقَّ الْأَيْسَرَ فَقَالَ «احْلِقْ» فَحَلَقَهُ فَأعْطَاهُ طَلْحَةَ فَقَالَ: «اقْسِمْهُ بَيْنَ النَّاسِ»

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, (১) মাথা মুড়াইতেও ডান দিক হইতে আরম্ভ করা মোস্তাহাব, (২) মানুষের চুল পাক এবং (৩) হুযুরের চুল মোবারক ইত্যাদির তাবাররুক রাখা জায়েয ও বরকতের কারণ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান