মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৪৯
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৯। ইয়াহইয়া ইবনে হুসাইন তাহার দাদী হইতে বর্ণনা করেন যে, তাহার দাদী বলিয়াছেন, হাজ্জাতুল বেদায় আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মস্তক মুণ্ডনকারীদের জন্য তিনবার দো'আ করিতে শুনিয়াছি, আর যাহারা ছাটাইয়াছে তাহাদের জন্য মাত্র একবার। —মুসলিম
وَعَن يحيى بن الْحصين عَن جدته أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ دَعَا لِلْمُحَلِّقِينَ ثَلَاثًا وَلِلْمُقَصِّرِينَ مرّة وَاحِدَة. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ হুযূর বিভিন্ন বার দো'আ করিয়াছিলেন— কোন বারে দুইবার আর কোন বারে তিনবার।
