মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৪৮
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: “আল্লাহ্! তুমি অনুগ্রহ কর যাহারা মস্তক মুণ্ডন করিয়াছে তাহাদের প্রতি।” সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। যাহারা মাথা ছাটাইয়াছে তাহাদের প্রতিও। হুযুর বলিলেন, "আল্লাহ্! তুমি অনুগ্রহ কর যাহারা মস্তক মুণ্ডন করিয়াছে তাহাদের প্রতি।" সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! যাহারা মাথা ছাটাইয়াছে তাহাদের প্রতিও। হুযূর (তৃতীয়বারে) বলিলেন, “যাহারা মাথা ছাঁটাইয়াছে তাহাদের প্রতিও।" — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» . قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» . قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَالْمُقَصِّرِينَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান