মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৪৭
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমাকে আমীরে মুআবিয়া (রাঃ) বলিয়াছেন, আমি কাচি দ্বারা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছাটিয়াছি মারওয়ার নিকটে। মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ لِي مُعَاوِيَةُ: إِنِّي قَصَّرْتُ مِنْ رَأْسِ النَّبِيِّ صلى الله عَلَيْهِ وَسلم عِنْد الْمَرْوَة بمشقص
হাদীসের ব্যাখ্যা:
ইহা সপ্তম হিজরীর কাযা উমরার ঘটনা অথবা অষ্টম হিজরীতে মক্কা বিজয়কালে জি'রানা হইতে করা উমরার ঘটনা। কেননা, বিদায় হজ্জে ইহা হুযূর (ﷺ) মিনাতেই সমাধা করিয়াছিলেন।
