মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৪৬
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার কত্তক সাহাবী বিদায় হজ্জে মস্তক মুণ্ডন করিয়াছিলেন আর কেহ ছাটাইয়াছিলেন। — মোত্তাঃ
بَابُ الْحَلْقِ: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَلَقَ رَأْسَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ وَأُنَاسٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ
হাদীসের ব্যাখ্যা:
মস্তক মুণ্ডন
হজ্জ ও উমরায় মাথা মুড়ান বা ছাঁটান হজ্জ ও উমরার একটি অংশ। ইহা ওয়াজিব। উমরায় মাথা মুড়াইতে হয় সায়ী করার পর মারওয়ায়, আর হজ্জে কোরবানীর পর মিনায়। হজ্জে মাথা মুড়ান ছাঁটান অপেক্ষা উত্তম; কিন্তু তামাত্তু কারীদের পক্ষে উমরার পর ছাঁটানই উত্তম, যাহাতে হজ্জের পর মুড়ানোর জন্য কিছু চুল বাকী থাকে ।
হজ্জ ও উমরায় মাথা মুড়ান বা ছাঁটান হজ্জ ও উমরার একটি অংশ। ইহা ওয়াজিব। উমরায় মাথা মুড়াইতে হয় সায়ী করার পর মারওয়ায়, আর হজ্জে কোরবানীর পর মিনায়। হজ্জে মাথা মুড়ান ছাঁটান অপেক্ষা উত্তম; কিন্তু তামাত্তু কারীদের পক্ষে উমরার পর ছাঁটানই উত্তম, যাহাতে হজ্জের পর মুড়ানোর জন্য কিছু চুল বাকী থাকে ।
