মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৪৫
- হজ্জ্বের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৪৫। হযরত নুবাইশা হুয়ালী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি গত বৎসর তোমাদিগকে তিন দিনের অধিক কোরবানীর গোশত খাইতে নিষেধ করিয়াছিলাম, যাহাতে উহা যথেষ্ট হয় তোমাদের জন্য (ও গরীবদের জন্য)। এ বৎসর আল্লাহ্ সচ্ছলতা দান করিয়াছেন, সুতরাং এ বৎসর তোমরা খাও, জমা রাখ এবং দান করিয়া সওয়াব হাসিল কর। জানিয়া রাখ, এই কয়দিন হইল খাওয়াপিয়া ও আল্লাহর যিকিরের দিন। –আবু দাউদ
كتاب المناسك
وَعَنْ نُبَيْشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «إِن كُنَّا نهينَا عَنْ لُحُومِهَا أَنْ تَأْكُلُوهَا فَوْقَ ثَلَاثٍ لِكَيْ تسَعْكم. جاءَ اللَّهُ بالسَّعَةِ فكُلوا وادَّخِرُوا وأْتَجِروا. أَلَا وَإِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وذِكْرِ اللَّهِ» . رَوَاهُ أَبُو دَاوُد