মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৫১
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৫১। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোশবু লাগাইয়াছি এহরাম বাঁধার পূর্বে এবং কোরবানীর তারিখে বায়তুল্লাহর তওয়াফ করার পূর্বে—এমন খোশবু, যাহাতে মেশক (কস্তুরী) ছিল। — মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كُنْتُ أُطَيِّبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ أَنْ يُحْرِمَ وَيَوْمَ النَّحْرِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ بِطِيبٍ فِيهِ مِسْكٌ
হাদীসের ব্যাখ্যা:
এহরাম অবস্থায় খোশবু ব্যবহার করা জায়েয নহে; কিন্তু মাথা মুড়ানোর পর উহা জায়েয, যদিও স্ত্রী সহবাস তওয়াফুল ইফাযার পূর্বে জায়েয নহে। তওয়াফুল ইফাযা হইয়া গেলেই পূর্ণ এহরাম খোলা হইল।
