মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৪৪
৭. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৪৪। হযরত সালামা ইবনে আকওয়া (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) (দুর্ভিক্ষের বছর) বলিয়াছিলেনঃ তোমাদের মধ্যে যে কোরবানী করিবে তিন দিনের পর তাহার ঘরে যেন কোরবানীর গোশতের কিছু না থাকে। সালামা বলেন, যখন পরবর্তী বছর আসিল সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! গত বছর আমরা যেরূপ করিয়াছিলাম এ বৎসরও কি সেইরূপ করিব? হুযুর বলিলেন, না, নিজেরা খাও, অন্যদের খাওয়াও এবং কিছু জমা করিয়া রাখ (যদি চাহ)। গত বৎসর তো মানুষের অনটন ছিল তাই আমি ইচ্ছা করিয়াছিলাম যে, তোমরা তাহাদের সাহায্য কর। —মোত্তাঃ
الْفَصْل الثَّالِث
عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ ضَحَّى مِنْكُمْ فَلَا يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَفِي بَيْتِهِ مِنْهُ شَيْءٌ» . فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا الْعَامَ الْمَاضِي؟ قَالَ: «كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهِمْ»

হাদীসের ব্যাখ্যা:

ইহা দ্বারা প্রথম পরিচ্ছেদের শেষ হাদীসের ব্যাখ্যা হইয়া গেল। সম্ভবতঃ এই ব্যাখ্যার জন্যই গ্রন্থকার ইহাকে এই অধ্যায়ে আনিয়াছেন। অন্যথায় এই অধ্যায়ের সাথে ইহার কোন সম্পর্ক নাই। ইহা কোরবানী সম্পর্কীয় হাদীস। পরবর্তী হাদীস সম্পর্কেও একই কথা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৪৪ | মুসলিম বাংলা