মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৪৩
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৪৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে কুরত (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ মহান দিনসমূহের মধ্যে কোরবানীর দিনও একটি মহান দিন, অতঃপর দ্বিতীয় দিন। আব্দুল্লাহ্ বলেন, এই দিন পাঁচ কি ছয়টি উট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আনা হইল আর উটসমূহ নিজেদেরকে তাঁহার নিকট পেশ করিতে লাগিল— তিনি কোনটিকে আগে কোরবানী করিবেন। আব্দুল্লাহ্ বলেন, যখন উটসকল যমীনে পড়িয়া গেল, হুযূর ছোট স্বরে কিছু কথা বলিলেন যাহা আমি বুঝিলাম না। নিকটের একজনকে জিজ্ঞাসা করিলাম — হুযুর কী বলিলেন ? সে বলিল, তিনি বলিয়াছেন, যে চাহে উহা কাটিয়া নিতে পারে। – আবু দাউদ। আর হযরত ইবনে আব্বাস ও জাবের (রাঃ)-এর হাদীস অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ قُرْطٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَعْظَمَ الْأَيَّامِ عِنْدَ اللَّهِ يَوْمُ النَّحْرِ ثُمَّ يَوْمُ الْقَرِّ» . قَالَ ثَوْرٌ: وَهُوَ الْيَوْمُ الثَّانِي. قَالَ: وَقُرِّبَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدَنَاتٌ خَمْسٌ أَوْ سِتٌّ فطفِقْن يَزْدَلفْنَ إِليهِ بأيتهِنَّ يبدأُ قَالَ: فَلَمَّا وَجَبَتْ جُنُوبُهَا. قَالَ فَتَكَلَّمَ بِكَلِمَةٍ خَفِيَّةٍ لَمْ أَفْهَمْهَا فَقُلْتُ: مَا قَالَ؟ قَالَ: «مَنْ شَاءَ اقْتَطَعَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَذَكَرَ حَدِيثَا ابنِ عبَّاسٍ وجابرٍ فِي بَاب الْأُضْحِية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৪৩ | মুসলিম বাংলা