মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৪০
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৪০। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) হুদায়বিয়ার বৎসর আপন কোরবানীর পশুসমূহের মধ্যে আবু জাহলের একটি উটকেও কোরবানীর পশুরূপে (মক্কায়) পাঠাইয়াছিলেন, যাহার নাকে ছিল একটি রূপার বলয়। অপর বর্ণনায় আছে সোনার বলয়। ইহা দ্বারা হুযূর মুশরিকদের মনঃকষ্ট উৎপাদন করিতে চাহিয়াছিলেন। —আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْدَى عَامَ الْحُدَيْبِيَةِ فِي هَدَايَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَلًا كَانَ لِأَبِي جَهْلٍ فِي رَأْسِهِ بُرَةٌ مِنْ فِضَّةٍ وَفِي رِوَايَةٍ مِنْ ذَهَبٍ يَغِيظُ بِذَلِكَ الْمُشْركين. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এই উটটি বদর যুদ্ধে আবু জাহল নিহত হওয়ার পর মুসলমানরা লাভ করিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৪০ | মুসলিম বাংলা