মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৪১
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৪১। হযরত নাজিয়া খোযায়ী (রাঃ) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! যে কোরবানীর পশু পথে অচল হইয়া পড়িবে উহাকে আমি কি করিব? তিনি বলিলেনঃ উহাকে নহর করিয়া দিবে এবং উহার মালার জুতা উহার রক্তে ডুবাইয়া পার্শ্বের উপর রাখিয়া দিবে, অতঃপর উহাকে মানুষের জন্য রাখিয়া যাইবে, তাহারা উহা খাইবে। —মালেক, তিরমিযী ও ইবনে মাজাহ্ ।
وَعَنْ نَاجِيَةَ الْخُزَاعِيِّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَصْنَعُ بِمَا عَطِبَ مِنَ الْبُدْنِ؟ قَالَ: «انْحَرْهَا ثُمَّ اغْمِسْ نَعْلَهَا فِي دَمِهَا ثُمَّ خَلِّ بَيْنَ النَّاسِ وَبَيْنَهَا فَيَأْكُلُونَهَا» . رَوَاهُ مَالك وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
৬ষ্ঠ হিজরীতে হুযূর যখন উমরার নিয়তে মক্কা যাইবার এরাদা করিয়াছিলেন, এই ব্যক্তিকে নিজের কোরবানীর পশু দিয়া পূর্বে রওয়ানা করিয়া দিয়াছিলেন।
