মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৩৯
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩৯। হযরত জাবের (রাঃ) বলেন, আমরা কোরবানীর পশুর গোশত তিন দিনের অধিক খাইতাম না। অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুমতি দিলেন এবং বলিলেন: (তিন দিনের অধিক) খাইতে পার এবং ভবিষ্যতের জন্য রাখিয়াও দিতে পার। সুতরাং আমরা খাইতে লাগিলাম ও রাখিয়া দিতে লাগিলাম। (বিস্তারিত বিবরণ পরে এক হাদীসে আসিবে।) — মোত্তাঃ
وَعَن جابرٍ قَالَ: كُنَّا لَا نَأْكُلُ مِنْ لُحُومِ بُدْنِنَا فَوْقَ ثَلَاثٍ فَرَخَّصَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كُلُوا وَتَزَوَّدُوا» . فَأَكَلْنَا وتزودنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৩৯ | মুসলিম বাংলা