মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৩৮
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩৮। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বিদায় হচ্ছে) আমাকে নির্দেশ দিয়াছিলেন তাহার কোরবানীর উটসমূহের দেখাশুনা করিতে এবং উহার গোশত, চামড়া ও ঝুল (গরীবদের মধ্যে বণ্টন করিয়া দিতে; আর কসাইকে উহার কিছু না দিতে এবং বলিয়াছিলেন, কসাইকে (তাহার পারিশ্রমিক) আমরা আমাদের নিজের পক্ষ হইতে দিব। —মোত্তাঃ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقُومَ عَلَى بُدْنِهِ وَأَنْ أَتَصَدَّقَ بِلَحْمِهَا وَجُلُودِهَا وَأَجِلَّتِهَا وَأَنْ لَا أُعْطِيَ الْجَزَّارَ مِنْهَا قَالَ: «نَحْنُ نُعْطِيهِ مِنْ عِنْدِنَا»
হাদীসের ব্যাখ্যা:
ঝুল (অর্থাৎ, উহার গায়ের কাপড়), বলগা ও চামড়া সদকা করিয়া দিতে হয়। বিক্রয় করিলে উহার মূল্য সদকা করিয়া দেওয়া ওয়াজিব।
