মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৩৭
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩৭। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি একবার এক ব্যক্তির নিকট পৌঁছিলেন, দেখিলেন, সে উটকে বসাইয়া নহর করিতেছে। ইহা দেখিয়া তিনি বলিলেন, উহাকে দাড় করাইয়া পা বাধিয়া নহর কর। ইহাই মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। – মোত্তাঃ
وَعَن ابنِ عمَرَ: أَنَّهُ أَتَى عَلَى رَجُلٍ قَدْ أَنَاخَ بِدَنَتَهُ يَنْحَرُهَا قَالَ: ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
হাদীসের ব্যাখ্যা:
উটের বাম পা বাঁধিয়া দাঁড়ানো অবস্থায় উহার বুকে ছুরি মারাকে নহর বলে। উট হালাল করার ব্যাপারে ইহাই সুন্নত। ছাগল-গরুকে বাম পার্শ্বে শোয়াইয়া গলায় ছুরি চালানই সুন্নত।
