মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৩৪
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩৪। (তাবেয়ী) আবু যুবায়র বলেন, আমি সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহকে 'হাদী'তে সওয়ার হওয়া সম্পর্কে জিজ্ঞাসিত হইতে শুনিয়াছি। তিনি উত্তরে বলিয়াছেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, উহাতে সওয়ার হইতে পার (উহাকে কষ্ট না দিয়া) ন্যায়সঙ্গতভাবে--যদি তুমি উহার প্রতি ঠেকিয়া পড়, যাবৎ না তুমি অন্য সওয়ারী পাও। মুসলিম
وَعَنْ أَبِي الزُّبَيْرِ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عبدِ اللَّه سُئِلَ عَنْ رُكُوبِ الْهَدْيِ فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتَّى تَجِدَ ظَهْرًا» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৩৪ | মুসলিম বাংলা