মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৩৩
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখিলেন, একটি 'হাদঈ' উটনী চালাইয়া লইয়া যাইতেছে। হুযুর বলিলেন: উহাতে চড়িয়া যাও। সে বলিল, হুযুর, ইহা যে হাদঈ। তিনি বলিলেন, চড়। সে পুনরায় বলিল, ইহা যে হাদী। হুযুর দ্বিতীয় কি তৃতীয় বারে বলিলেন, আরে হতভাগা চড়। —মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً فَقَالَ: «ارْكَبْهَا» . فَقَالَ: إِنَّهَا بَدَنَةٌ. قَالَ: «ارْكَبْهَا» . فَقَالَ: إِنَّهَا بَدَنَةٌ. قَالَ: «ارْكَبْهَا وَيلك» فِي الثَّانِيَة أَو الثَّالِثَة
হাদীসের ব্যাখ্যা:
‘হাদঈ'র উটে সওয়ার হওয়া নিষেধ, যাবৎ না কেহ খুব ঠেকিয়া যায়। এখানে লোকটি খুব ঠেকিয়া গিয়াছিল বলিয়া হুযূর দেখিতে পাইয়াছিলেন।
