মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৩২
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩২। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি (হুযুরের) 'হাদঈ'র মালা তৈয়ার করিয়াছি আমার কাছে যে পশম ছিল উহার রশি দ্বারা। অতঃপর হুযূর উহাকে আমার পিতার সাথে (মক্কায়) পাঠাইয়াছেন। — মোত্তাঃ
وَعَنْهَا قَالَتْ: فَتَلْتُ قَلَائِدَهَا مِنْ عِهْنٍ كَانَ عِنْدِي ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي

হাদীসের ব্যাখ্যা:

বিবরণদৃষ্টে মনে হয়, উভয় হাদীসের ঘটনা এক। তাহা হইলে মনে করিতে হইবে যে, কুঁজের পার্শ্ব চিরার ঘটনা ৯ম হিজরীর ঘটনা। ১০ম হিজরীর বিদায়ী হজ্জে হুযূর কুঁজের পার্শ্ব চিরিয়াছিলেন বলিয়া পরিষ্কার ভাষায় কোথাও উল্লেখ নাই। এ কারণেই ইমাম আবু হানীফা (রঃ) কুঁজের পার্শ্ব চিরাকে মাকরূহ্ মনে করেন এবং কেবল মালা পরাইয়া দেওয়াই যথেষ্ট বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান