মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৩১
৭. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৩১। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানীর পশুর মালা আমি আমার নিজ হাতে তৈয়ার করিয়াছি, অতঃপর তিনি উহা উহাদের গলায় পরাইয়াছেন এবং উহাদের কুঁজ চিরিয়া দিয়াছেন, তৎপর উহাদিগকে 'হাদঈ রূপে পাঠাইয়াছেন; কিন্তু ইহাতে তাহার পক্ষে কোন জিনিস হারাম হয় নাই যাহা তাহার জন্য পূর্বে হালাল ছিল। মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: فَتَلْتُ قَلَائِدَ بُدْنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ ثُمَّ قَلَّدَهَا وَأَشْعَرَهَا وَأَهْدَاهَا فَمَا حَرُم عَلَيْهِ كانَ أُحِلَّ لَهُ
হাদীসের ব্যাখ্যা:
'হারাম হয় নাই'—ইহাতে বুঝা গেল যে, পশু পাঠানোর কারণে কেহ 'মুহরিম' গণ্য হয় না, যাবৎ না এহরাম বাঁধে।
